জমিয়তে উলামা ওয়েস্ট লন্ডন শাখার কাউন্সিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ১২:৫৬:০৬ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র ওয়েস্ট লন্ডন শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর মঙ্গলবার ওয়েস্ট লন্ডনের একটি সেন্টারে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ।
মাওলানা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ, ট্রেজারার হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা মুহিব্বুল্লাহ হেলাল, ইউকে জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, হেকনি শাখার সাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ।
সভায় হাফিজ মাওলানা মিজানুর রহমানকে সভাপতি, মাওলানা আজিজুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা শামসুল ইসলামকে সাধারণ সম্পাদক, রেজওয়ান আহমদ মিরাজকে সাংগঠনিক সম্পাদক, রাহুল আহমদকে অর্থ সম্পাদক, জাকির আহমদকে প্রচার সম্পাদক, আজিজ আহমদকে ওয়েলফেয়ার সেক্রেটারী মনোনীত করে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে ওয়েস্ট লন্ডন শাখা গঠন করা হয়।
সভায় জমিয়ত নেতৃবৃন্দ বলেন, মহানবীর সুন্নত ও জীবনাদর্শকে ব্যাক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করা আমাদের অপরিহার্য কর্তব্য। এ কর্তব্য পালনে উপমহাদেশের প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বর্তমান সময়ে নতুন শক্তি ও প্রত্যয়ে সর্বত্র সাড়া জাগানো খেদমত আঞ্জাম দিচ্ছে। এ জন্য সর্বস্তরের মুসলমানদের উচিৎ জমিয়তের হাতকে শক্তিশালী করা ও জমিয়তের কর্মসূচী সমূহকে সম্মুখপানে নিয়ে যাওয়া।
সভায় বক্তারা একমাত্র আল্লাহ’র সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জমিয়তের কাজকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।