মেট্রোরেল বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রার মুকুটে আরেকটি পালক: প্রধানমন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৩:০১:২৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেট্রোরেল দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার আরেকটি সংযোজন।
বুধবার রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন শেষে সুধী সমাবেশে দেয়া বক্তব্যে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধামন্ত্রী বলেন, মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশ দ্রুত গতির রেলযুগে প্রবেশ করলো। ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে চলবে মেট্রোরেল।
মেট্রোরেলকে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রার মুকুটে আরেকটি পালক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। ’
প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে। এই মেট্রোরেল সংরক্ষণ করা সবার দায়িত্ব। যাতে মেট্রোরেলের কোনো কিছু নষ্ট না হয়, সে জন্য তিনি সবাইকে তা ব্যবহারে যত্নশীল হতে আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ সেবা করার সুযোগ দিয়েছিল। সে জন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন।