মৌলভীবাজার: ইন্টারন্যাশনাল মাদরাসার পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ১১:৩১:০৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ৩য় সেমিস্টার পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার ২৬ ডিসেম্বর সকালে মাদরাসা ক্যাম্পাসে পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
মৌলভীবাজার এডুকেশন সোসাইটি’র চেয়ারম্যান হাফেজ মাওলানা শামসুল ইসলাম তরফদারের সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল হাসান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর, আগনশী দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহিবুর রহমান, মৌলভীবাজার এডুকেশন সোসাইটি’র সেক্রেটারি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, ভাইস প্রিন্সিপাল ও সাবেক পি.টি.আই ইন্সট্রাক্টর গোলাম কিবরিয়া চৌধুরী।
অনুষ্ঠানে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের সম্মাননা স্মারক এবং এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ‘স্টার অফ দ্যা ইয়ার’ সার্টিফিকেট তুলে দেওয়া হয়।