জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৮:০১:৫৩ অপরাহ্ন
লন্ডন অফিস: জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন ২৬ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত ১.৪২ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মোঃ আকমল হোসেন শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগদানের জন্য ঢাকায় আসেন এবং সম্মেলনে যোগদান করেন। ঢাকায় হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত ১ঃ৪২ মিনিটের সময় স্কয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। তিনি স্ত্রী ৫ ছেলে, ৪ মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। মরহুমের দেশের বাড়ি জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামশি গ্রামে।
মরহুম আকমল হোসেনের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী মাহবুব হোসেন তার পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
মোঃ আকমল হোসেন সম্প্রতি অনুষ্ঠিতব্য জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচেন ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন এবং গত ১ ডিসেম্বর শপথ গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার ২৬ দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন।
অনুপম নিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান মো: মনির উদ্দিন চৌধুরী, সম্পাদক ও প্রকাশক মুহিব উদ্দিন চৌধুরী মোঃ আকমল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।