সোনালী বাংলাদেশ ইউকে লিমিটেড ও পে ইউকে লিমিটেডের বিজয় দিবস পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ১:৪৫:১০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সোনালী বাংলাদেশ ইউকে লিমিটেড এবং সোনালী পে ইউকে লিমিটেড-এর যৌথ উদ্যোগে বাংলাদেশের ৫২তম বিজয় দিবস লন্ডনের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়েছে।
আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মাদ আসাদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টার অনুরাগ সাক্সেনা, হেড অফ ট্রেড ফাইনান্স কাজিম আতহার, হেড অফ ফাইনান্স মেহেদী হাসানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কাজিম আতহারের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সোনালী ব্যাংক, বাংলাদেশ ও সোনালী পে ইউকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর পক্ষে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান কাজিম।
কাজিম আতহার তার সুচনা বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের অবদান এবং যুক্তরাজ্যে সোনালী ব্যাংকের সুচনা নিয়ে আলোচনা করেন। প্রতিষ্ঠানের হেড অফ ফাইনান্স মেহেদী হাসান তার প্রেজেন্টেশনে বর্তমান সময়ে বাংলাদেশ ও পাকিস্থানের অর্থনৈতিক অবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরেন।
লিগ্যাল ও কম্প্লায়েন্স অফিসার তাহমীদ জামান বলেন, কীভাবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেশপ্রেমের কাহিনী তাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। অনুরাগ সাক্সএনা সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, ভারত বাংলাদেশের খুবই কাছের বন্ধু দেশ।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মাদ আসাদুল ইসলাম দিবসটি বাংলাদেশে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় উল্লেখ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ভিশন নিয়ে সোনালী ব্যাংকের যুক্তরাজ্যে যাত্রার কথা। নতুন প্রজন্মকে সেই ইতিহাস বুকে ধারণ করে দেশকে আরও এগিয়ে নিতে কাজ করতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠান কিছু না কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এসবিইউকেও এই মুহুর্তে কিছু চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। ইনশা আল্লাহ নতুন ম্যানেজমেন্টের অধীনে প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াবে। তিনি গত ৫১ বছরে বাংলাদেশের অর্জন সম্পর্কে বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী নদীতে টানেল, অবিলম্বে চালু হতে যাওয়া মেট্রো রেল, যা ঢাকার যোগাযোগ ব্যাবস্থায় নতুন মাত্রা যোগ করবে।
এসবিইউকের প্রতি যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশীদের আগ্রহ, ভালোবাসা ও অগাধ আস্থার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তিনি উল্লেখ করে বলেন, কিভাবে এই প্রতিষ্ঠান যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটিকে আশানুরূপ সেবা প্রদান করতে পারে। তিনি আশাবাদী সোনালী পে ইউকে খুব শীঘ্রই এফসসিএ থেকে এপিআই লাইসেন্স পেয়ে কমিউনিটির জন্য রেমিটেন্স সেবা পুনরায় চালু করবে। তিনি সেইসাথে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে ও অবস্থান সুদৃড় করতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সবাইকে একসাথে এসবি ইউকের জন্য কাজ করার আহবান জানান।
সবশেষে সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে কাজিম সভার সমাপ্তি ঘোষণা করেন।