ভেনিস: যুবদলের বিজয় দিবস পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৪:৫৬:০০ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: ইতালির ভেনিস যুব দলের আয়োজনে মেসত্রের একটি রেষ্টুরেন্টের হলরুমে গতকাল ২৪ ডিসেম্বর শনিবার বিকেলে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, ভেনিস যুব দলের সভাপতি মোহাম্মদ আকবর খান। প্রধান অতিথি ছিলেন ভেনিস বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিম।
বক্তৃতা করেন, মোহাম্মদ আরফান মাস্টার, হাবিব সিকদার, যুবরাজ দেওয়ান প্রমুখ।
প্রধান অতিথি আবদুল আজিজ সেলিম বলেন, দেশের বর্তমান ফ্যাসিবাদি সরকার আমাদের বিজয়ের অর্জন দূর্নীতি দিয়ে ঢেকে দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করে বহিবিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে নষ্ট করেছে।
তিনি বর্তমান সরকারকে গণদুশমণ সরকার উল্লেখ করে বলেন, এই সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। দেশের রিজার্ভ চুরি করেছে। রাষ্ট্রক্ষমতা চর দখলের মতো জবরদখল করে রেখেছে।
আজিজ বলেন, মায়ের জানাজায় বিএনপি নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে সরকার আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। জাতীর মুক্তির জন্য এই সরকারের পতন ঘটানো ছাড়া বিকল্প নেই।