পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৮:১৩:০৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করার সময় পঞ্চগড় জেলার সদর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত ও পুলিশ সদস্যসহ অর্ধশত আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুর রশিদ আরেফিন। তিনি ময়দানদিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ আরেফিনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। আজ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করতে বিএনপি নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে জড়ো হয়। এরপর তারা মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপির জেলা কার্যালয় ও এর আশপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।