পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৫:৫২:১৫ অপরাহ্ন
মুরাদ হোসেন: পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) পাবনা ক্যাডেট কলেজ প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এসকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।
এসময় ক্যাডেট কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।



