হিজাব পরায় বাংলাদেশি নারীকে হেনস্তার প্রতিবাদে ইতালিতে মৌন মিছিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ১২:২৬:৩৬ অপরাহ্ন
মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধি: ইতালির ভেনিসের মারগেরাতে হিজাব পড়ায় মুসলিম বাংলাদেশি নারীকে নিয়ে খারাপ মন্তব্য এবং ছিঁড়ে ফেলার চেষ্টায় দেশটিতে মৌন মিছিল করেছে প্রবাসীরা। ভেনিসের প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মৌন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ঘটনার সঙ্গে জড়িত নারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
জানা যায়, ইতালির সাগরকন্যা খ্যাত ভেনিসে প্রায় ১৫ হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস। এর মধ্য প্রায় পাঁচ হাজারের বেশি প্রবাসী পরিবার নিয়ে বাস করছেন। মুসলিম রীতি অনুসারে মুসলিম দেশের নারীরা হিজাব পরিধান করে চলাচল করে থাকেন।
গত সপ্তাহে ভেনিসের মারগেরাতে একজন মুসলিম বাংলাদেশি নারীর হিজাব নিয়ে খারাপ মন্তব্য এবং ছিঁড়ে ফেলার চেষ্টা করে কিছু উশৃঙ্খল নারী। ওই ঘটনায় ভেনিসে বসবাসরত সকল বাংলাদেশি পরিবার আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার পরপরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আক্রমকারী নারীদের বিরুদ্ধে মামলা করা হয়। এরই প্রতিবাদে ভেনিসের প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মৌন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এই প্রতিবাদ মিছিল ভেনিসের মেস্ত্রে স্টেশন থেকে শুরু হয়ে মেস্ত্রে কয়েন মার্কেট গিয়ে শেষ হয়।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দও প্রতিবাদ জানান। সেই সঙ্গে ইতালির কয়েকজন স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও এই ঘটনার নিন্দা জানান।