২০ মিলিয়ন ডলারের ট্রফিটি নিতে পারেননি মেসিরা, হাতে ছিল ব্রোঞ্জ প্রতিমূর্তি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৮:৫৪:৫৭ অপরাহ্ন
সুইজারল্যান্ডের জুরিখে ফিফার বিশ্ব ফুটবল মিউজিয়াম, যেখানে রাখা হয় বিশ্বকাপ ট্রফিগুলো।
অনুপম স্পোর্টস ডেস্ক: অনেক আদর-যত্নে মেসিরা যে-ট্রফিটি নিয়ে ফিরলেন স্বদেশে, সেটি একটি ব্রোঞ্জ প্রতিমূর্তি আসল ট্রফির।
ফিফার নিয়মানুযায়ী বিশ্বকাপ জেতার পরেও ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না কোনও দলই।
জয়ী দলকে ব্রোঞ্জের একটি প্রতিমূর্তি দেওয়া হয়। সেটিই থাকে তাদের কাছে। আসল ট্রফি চলে যায় সুইজারল্যান্ডের জুরিখে। সেখানে ফিফার বিশ্ব ফুটবল মিউজিয়ামে রাখা হয় ট্রফিটি।
বিশ্বকাপের সময় এলে সংশ্লিষ্ট দেশে ট্রফি নিয়ে যাওয়া হয়। বিশ্বকাপ শেষে আবার নিজের জায়গায় ফেরত যায় বিশ্বকাপ ট্রফি।
তবে আগে ফিফার নিয়ম ছিল কোনো দেশ তিনবার বিশ্বকাপ জিতলে তাদের আসল ট্রফিটি দিয়ে দেওয়া হবে।
কাতার বিশ্বকাপ জিতে আজন্ম লালিত স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে বিশ্বকাপ জেতানোয় মেসি নাম লিখিয়েছেন সর্বকালের সেরাদের তালিকায়।
১৯৭০ সালে তৃতীয় বারবিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। আসল জুলে রিমে ট্রফি দেওয়া হয়েছিল পেলেদের। পরে ১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর সেই ট্রফি চুরি হয়ে যায়। অনেক খোঁজার পরেও সেটা আর ফেরত পাওয়া যায়নি।
ধারণা করা হয়, ট্রফির সোনা গলিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল সেটা। কারণ চুরি যাওয়ার কয়েকদিন পরে পাওয়া গিয়েছিল ট্রফির নিচের অংশটা যেটা কিনা সোনার নয়। সেই অংশটিও এখন রাখা আছে সুইজারল্যান্ডের ফুটবল মিউজিয়ামে।
এই ঘটনার পর বিশ্বকাপে এসেছে নতুন ট্রফি। এখনকার ট্রফিটা প্রথম দেওয়া হয়েছিল ১৯৭৪ সালে। কিন্তু ১৯৮৩ সালে ট্রফি হারিয়ে যাওয়ার ঘটনার পর থেকে কোনও দেশকেই আসল ট্রফি নিয়ে যেতে দেওয়া হয় না। তাই ৩৬ বছর পর ট্রফি জিতেও মেসিরা নিয়ে যাচ্ছে ব্রোঞ্জের তৈরি একটি ট্রফির প্রতিমূর্তি।