মালয়েশিয়ায় শিশু কিশোরদের বিজয় দিবস আইসিটি কুইজ প্রতিযোগিতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৮:৫২:০৭ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়া প্রবাসী শিশু-কিশোরদের নিয়ে আইসিটি কুইজ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনলাইনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশী এক্সপ্যাট ইন মালয়েশিয়ায় ও তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব এর প্রতিযোগিতার আয়োজন করে।
কুইজ প্রতিযোগিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ডিজিটাল বাংলাদেশ, সমসায়মিক বিষয় ও তথ্য প্রযুক্তি নিয়ে ৪০ টি প্রশ্ন করা হয়েছে। ৬ থেকে ১২ এবং ১৩ থেকে ১৬ এই বয়স ভিত্তিক দুটি ক্যাটাগরি থেকে অংশগ্রাহণকারীরা অনলাইনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ক গ্রুপে নির্বাচিত হয় যথাক্রমে রামিন সাদিক খান ও ফাওয়াজ আমমার সিনান এবং খ গ্রুপে যথাক্রমে রায়াত আজাদ, নাসিফ রাকিন ও জারিফ হামিম ইরাম।
নির্বাচিতদের মাঝে ডাকযোগে পুরষ্কার ও সার্টিফিকেট পাঠিয়ে দেয়া হবে বলে আয়োজক প্রতিষ্ঠান জানায়।
উল্লেখ্য, কুইজ প্রতিযোগিতা কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ, পাভেল সারওয়ার ও রাদিয়া রাইয়ান চৌধুরী।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিশু-কিশোরদের নিয়ে কার্যক্রম নিয়মিত আয়োজন করে আসছে ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব।