বাহরাইনে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৬:৩৩:২৩ অপরাহ্ন
আশফাক আহমেদ, বাহরাইন : ‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়- গড়বো বাংলাদেশ ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
সোমবার স্থানীয় সময় সকাল ১০ টায় বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতালয় প্রধান এ,কে,এম মহি উদ্দিন কায়েস, শ্রম সচিব মো: মাহফুজুর রহমান, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা উইং মো.ইলিয়াছুর রহমান ও থার্ড সেক্রেটারী তাছির উদ্দিন।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও শ্রম সচিব মো: মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কুলের চেয়্যারম্যান মোঃ মইজ চৌধুরী, ডাক্তার আবীর চৌধুরী, ইঞ্জিনিয়ার শাহ আলম, আলা উদ্দিন নূর, শাহ আলম, ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ, আইনুল হক, মোঃ আবুল হাসেম সহ বাংলাদেশ কমিউনিটির ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দর উপস্থিতি ছিলেন ।
পরে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগীতায় অংশ নেয়া বাংলাদেশ স্কুলের বিজয়ী ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়।