ইস্ট লন্ডন মসজিদে তিন দিনের অনুষ্ঠানমালা ডিসেম্বরে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ১১:৫৬:৫৬ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে তিনদিনের শীতকালীন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
‘নিঃসন্দেহে কষ্টের সাথে রয়েছে স্বস্তি’- শীর্ষক এই অনুষ্ঠানমালা আগামী ২৪, ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
২৪ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত এলএমসির প্রথম তলায় অনুষ্ঠিত হবে চিলড্রেন্স টেলেন্ট শো। একই সময় এলএমসি গ্রাউন্ড ফ্লোরে থাকবে চিলড্রেন এক্টিভিটি। এতে ৮ থেকে ১৩ বছর বয়সী ছেলে মেয়েরা ক্বেরাত, নাশিদ ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন । আগ্রহী ছেলে মেয়েদের অভিভাবকদেরকে সন্তানের নাম রেজিস্ট্রেশনের জন্য আহবান জানানো হয়েছে।
একই দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মারিয়াম সেন্টারের তৃতীয় তলায় শুধু মহিলাদের জন্য থাকবে সিস্টার বাজার। এ ছাড়া একই হলে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সিস্টার টক।
বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এলএমসির প্রথমতলায় অনুষ্ঠিত হবে ইংলিশ টক। এতে আলোচনা পেশ করবেন ইস্ট লন্ডন মসজিদের নবনিযুক্ত ইমাম শায়খ মোজাম্মেল আহমদ। একইদিন একইস্থানে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলা আলোচনা।
আলোচনা করবেন ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম শায়খ আব্দুল কাইয়ুম। এই আলোচনা অনুষ্ঠানে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক বসার ব্যবস্থা থাকবে। আগ্রহী অভিভাবকরা তাদের শিশু সন্তানদের নিয়ে আসতে পারবেন। এলএমসির গ্রাউন্ড ফ্লোরে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা থাকবে।
২৬ ডিসেম্বর সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এলএমসির প্রথম তলায় থাকবে তরুণ ও যুবকদের জন্য বিশেষ আয়োজন । এসময় এলএমসির গ্রাউন্ড ফ্লারে থাকবে ফান গেইমস, এক্টিভিটি ও টক।
২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মারিয়াম সেন্টারের তৃতীয় তলায় শুধু মহিলাদের জন্য থাকবে বিশেষ অনুষ্ঠান। থাকবে শিশুদের জন্য নানা এক্টিভিটি। এতে সকলকে সপরিবারে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।