চ্যাম্পিয়ন আমি খেলা চালিয়ে যেতে চাই: মেসি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ১১:২৮:৪০ অপরাহ্ন
পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নিয়েছেন আর্জেন্টাইন এ অধিনায়ক
অনুপম স্পোর্টস ডেস্ক: কাতারে পা রেখেছিলেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে। অবশেষে তার হাত ধরেই ৩৬ বছরের খরা কাটিয়ে শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। তবে এখনি জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন না এলএমটেন। আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিনে তিনি।
বিশ্বকাপ জয়ের পর টিওয়াইসি স্পোর্টসেকে দেওয়া তাৎক্ষণিক সাক্ষৎকারে মেসি বলেন, ‘অবশ্যই আমি চেয়েছিলাম আমার ক্যারিয়ার এখানেই শেষ করতে। আমি এর থেকে আর বেশি কিছু চাইতে পারি না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তিনি আমাকে সব দিয়েছেন আমাকে। কোপা আমেরিকা জিতেছি, বিশ্বকাপ জিতেছি। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এমন অর্জন সত্যিই ঈর্ষণীয়।’
সন্তানদের সাথে বিজয় উদযাপন
আকাশী নীল-সাদা জার্সিতে ক্যারিয়ারে শেষ ম্যাচে বিশ্বকাপের শিরোপা জিতে ৩৬ বছরের আক্ষেপ ঘুচালো আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের দুর্দান্ত পারফর্ম করেছেন এলএমটেন। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নিয়েছেন আর্জেন্টাইন এ অধিনায়ক। এর আগে ২০১৪ বিশ্বকাপেও তিনি গোল্ডেন বল জিতেছিলেন।
কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচ থেকে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেন এবং ফাইনালসহ পাঁচ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পান।
মেসির ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ছিল ফুটবল বিশ্বকাপের ট্রফি। এবার সেই আক্ষেপও ঘুঁচালেন তিনি। ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই দুটি রেকর্ড নিজের করে নেন মেসি। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন মেসির দখলে। এর আগে সেমিফাইনালে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউজের ২৫ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন। আজ তাকে ছাড়িয়ে গেলেন মেসি।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে বিজয় উদযাপন
আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘আমি ফুটবলকে ভালোবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন জার্সি গায়ে আমি খেলা চালিয়ে যেতে চাই।’