বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, মেসির হাতে এলো স্বপ্নের শিরোপা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৯:১৯ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক: মেসির গোল তো ফের এমবাপ্পের গোল – শ্বাসরুদ্ধকর এক চুড়ান্ত ম্যাচ – নানা নাকটীয়কতা – অতঃপর কাতার বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে লিওনেল মেসির গোলেই ডেডলক ভাঙে আলবিসেলেস্তেরা। হ্যাটট্রিকে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে।
শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় হৃদয় হীম করে স্নায়ু জমাট বাঁধিয়ে দেওয়া ম্যাচ টাইব্রেকারে জয় করেছে আর্জেন্টিনা। ঘুচল ৩৬ বছরের শিরোপা খরা। ইতিহাস সেরার কাতারে নাম লেখালেন মেসি।
অপূর্ণতাকে একক নৈপুণ্যেই নিজের করে নিয়েছেন এলএম টেন। আবারও যেন মেসির মাঝেই ফিরে এলেন প্রয়াত ম্যারাডোনা।