ফেঞ্চুগঞ্জ: শাহজালাল এনজিএফএফ স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯৬.৫১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ১২:৫৮:৫৩ অপরাহ্ন
সিলেট অফিস: ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বনামধন্য শাহজালাল এনজিএফএফ স্কুলের শিশু থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গতকাল ১৭ ডিসেম্বর। এতে মোট শিক্ষার্থীর পাশের হার ৯৬.৫১।
প্রকাশিত ফলাফল অনুযায়ী স্কুলটিতে এবার বিভিন্ন শ্রেণির সর্বমোট ৭১৭ জন পরীক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে ৬৯২ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। ২২ জন অকৃতকার্য এবং ৩ জনের পরীক্ষার ফল স্থগিত রাখা হয়েছে।
পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এদিন স্কুলের উপাধ্যক্ষ প্রণব কুমার সাহা শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উদ্দেশে সারগর্ভ বক্তব্য রাখেন।




