বিশ্বনাথ: ৩ জানুয়ারি অলংকারীতে হাজী তছলম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের ওয়াজ মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২২, ১১:০৫:৩০ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারীতে হাজী তছলম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে ষষ্ট বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল ৩ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
অলংকারী নিবাসী মরহুম হাজী তছলম আলী ও তাঁর স্ত্রী হাজিয়া মরহুমা আবজান বিবির ঈসালে ছওয়াব উপলক্ষে এ ওয়াজ ও দোয়া মাহফিল ঐদিন প্রয়াত দু’জনের বাড়ির আঙিনায় বাদ আছর থেকে রাত দশটা পর্যন্ত জারি থাকবে।
এতে সভাপতিত্ব করবেন ৩নং অলংকারী ইউপির সাবেক চেয়ারম্যান লিলু মিয়া এবং ট্রাস্টের সহসভাপতি হাজী তৈমুছ আলী অলংকারী।
এ দোয়া মাহফিলে প্রধান অতিথি থাকবেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মাওলানা রশিদ আহমদ চৌধুরী। প্রধান বক্তা থাকবেন একই মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মুনির উদ্দিন। বড়তলা মজহারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রজব আলী।
মাহফিলে প্রধান বক্তা থাকবেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুনির উদ্দিন।
এতে যারা বিশেষ অতিথি থাকবেন তারা হলেন, শাহসুফি মুজাম্মিল আলী রহঃ দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা ছাদিকুর রহমান, বড়তল মাজহারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রজব আলী, অলংকারী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ নূরী।
এতে মরহুম হাজী তছলম আলী ও তাঁর স্ত্রী হাজিয়া মরহুমা আবজান বিবির পরিবারবর্গের পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।-বিজ্ঞপ্তি