লড়াই: রনক আহমদ চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ১২:১১:৩৭ অপরাহ্ন
লড়াই
রনক আহমদ চৌধুরী
সবার মনে একটা জিনিস
দিতো শুধু উঁকি,
নিজের দেশে যে যার মতো
থাকবে সবাই সুখী।
শাসক ছিল রক্তচোষা
পাক শাসকের দল,
অধিকারের প্রশ্ন নিয়ে
করতো নানান ছল।
সইবে কতো বীর বাঙালি
সইবে কতো আর,
অগ্নি হয়ে উঠল রেগে
কেউ দেবে না ছাড়।
বাঁশের লাঠি অস্ত্র করে
বাঁচার লড়াই চলে,
মুক্তি পেতে মুক্তিসেনা
ছুটল দলে দলে।
স্বচ্ছ নদীর জলের ধারা
রক্ত হয়ে বয়,
দীর্ঘ ন’ মাস লড়াই শেষে
জয় বাঙালির জয়।
(রনক আহমদ চৌধুরী, নিউইয়র্ক প্রবাসী)