মালয়েশিয়ায় বিজয় দিবস উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২২, ৫:২৬:৪০ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানিয় সময় সকাল ১০ টায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মো: গোলাম সারোয়ার।
পতাকা উত্তোলন শেষে বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইদুল ইসলাম।
এর পর শুরু হয় আলোচনা সভা। হাইকমিশনার মো: গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও প্রথম সচিব (রাজনৈতিক) রেহোনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কাউন্সিলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধূরী, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব লেবার) এএসএম জাহিদুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।
আলোচনা সভায় হাইকমিশনার মো: গোলাম সারোয়ার তার বক্তব্যে বলেন, মহান বিজয় দিবস জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিন। বিজয়ের এই মহান দিনে সেইসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা জানাই। যারা দেশের স্বাধীনতা অর্জনে জীবন উৎসর্গ করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্বগাঁথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধা বেদনায় স্মরণ করছে দেশের পরাধীনতার গ্লাানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের বিজয় অর্জনের ইতিহাস শুধু ১৯৭১ সালে সীমাবদ্ধ নয়। ইস্পাত কঠিন ঐক্যে দৃঢ় জাতির দীর্ঘ সংগ্রাম আর ত্যাগের সুমহান ফসল এ বিজয়। এ বীরত্ব গাথা বিজয়ের সত্যিকারের ইতিহাস আমাদের নতুন প্রজন্মতে জানাতে হবে। তানা হলে বর্তমান অপপ্রচারের সময়ে নতুন প্রজন্ম সত্যিকারের দেশ প্রেমিক হিসেবে গড়ে উঠা অত্যন্ত কঠিন হবে।
করোনা মহামারির নেতিবাচক প্রভাবের পর রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির বর্তমান বিশ্ব বাস্তবতায় রেমিট্যান্সের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হুন্ডিসহ প্রতিবন্ধকতাগুলো দূর করার পাশাপাশি প্রবাসীদের সচেতনতার ওপর সরকার জোর দিয়েছে। এছাড়া হুন্ডি প্রতিরোধ ও প্রবাসীদের সচেতন করতে বাংলাদেশ হাইকমিশন কাজ করছে ।
হাইকমিশনার বলেন, সারা বিশ্বে পরিশ্রমী জাতি হিসেবে বাংলাদেশিদের বিশেষ মর্যাদা রয়েছে। সেই মর্যাদার জায়গা থেকে জাতিরজনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।
মালয়েশিয়া প্রবাসীদের প্রতি সম্মান জানিয়ে বৈধপথে রেমিট্যাস পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানান হাইকমিশনার মো: গোলাম সারোয়ার।
এছাড়া বিজয় দিবসের অনুষ্ঠানে মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য আমদানিতে ২ জন ও মালয়েশিয়া থেকে বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণে একজন সিআইপি নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানান হাইকমিশনার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর, প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর মো: হাসান তারিক মন্ডল, মিনিষ্টার লেবার নাজমুছ সাদাত সেলিম, কাউন্সিলর লেবার মো: জহিরুল ইসলাম, কাউন্সিলর কন্স্যুলার জি এম রাসেল রানা, ২য় সচিব লেবার সুমন চন্দ্র দাস, সিআইপি ওয়াহিদুর রহমান অহিদ সহ মালয়েশিয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দ সহ কমিশনের কর্মকতাবৃন্দ।