যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২২, ১২:৩৪:০৪ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাসকে গভীর রাতে বাসা থেকে তুলে নেয়া, নেতাকর্মীদের হত্যা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে ভাঙচুর, সিনিয়র নেতৃবৃন্দসহ নেতাকর্মীদের গণগ্রেফতার, বর্বরোচিত হামলা, নির্যাতন, শান্তিপূর্ণ সমাবেশ করতে বাধা প্রদানসহ সারাদেশে অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি।
গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার যুক্তরাজ্য ১০ ডাউনিং স্ট্রিটের সামনে এই বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্য বিএনপি, জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করে আওয়ামী বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান।
এতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিস্টা, নির্দলীয় নিরেপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং স্বাধীনতার ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে ৯টি বিভাগীয় গণসমাবেশগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ১০ তারিখে ঢাকার সমাবেশকে কেন্দ্র করে সম্পূর্ণ অন্যায়ভাবে ঢাকার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এর সামনে বুধবার পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল আহমেদ নিহত সহ শত শত নেতাকর্মী আহত ও গ্রেফতারের তীব্র ও প্রতিবাদ জানান।
তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এখানে দল মত নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার। কিন্তু বর্তমান সরকার ক্ষমতার জোরে জনগণের বাক স্বাধীনতা টুকু কেড়ে নিয়েছে। বঞ্চিত করা হচ্ছে ভোটের অধিকার থেকে। সন্ত্রাস আর দুর্নীতিতে নিমজ্জিত এই নিশিরাতের সরকার জনগন থেকে স¤পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাবেদার আওয়ামী বাকশালী সরকারের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে দেশের আপামর জনগন জেগে উঠেছে। আর তাদের শেষ রক্ষা হবে না। জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য এই ফ্যাসিবাদী সরকার বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হত্যা করছে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে নেতাকর্মীগণ হত্যা, হামলা মামলা, গ্রেফতার, নির্যাতন-নিপীড়নের শিকার হতে হচ্ছে। যার উৎকৃষ্ট প্রমাণ বুধবারের ঘটনা। এ সময় তারা আটককৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবী সহ চলমান আন্দোলনে নিহত সকল নেতাকর্মীর সুষ্ঠু বিচারের দাবি জানান।