এসেক্স রিজিওনের ক্যাটারার্সদের উদ্যোগে অলি-মিঠু-টিপু প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৪:০৮:২৫ অপরাহ্ন
বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ-র দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে ৮ ডিসেম্বর বৃহম্পতিবার বিশপস স্টডফোর্ড এর সাউথমিল রোডের মিন্ট লিফ রেষ্টুরেন্টে অলি-মিঠু-টিপু প্যানেলের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিসিএর অর্গানাইজিং সেক্রেটারী পদপ্রার্থী ও এসেক্স রিজিওনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন এসেক্স রিজওনের সহ সভাপতি আব্দুল হক।
অনুষ্ঠানটির আয়োজন করেন মিন্ট লিফ রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী বিশিষ্ট ক্যাটারার ও কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস ।
‘এক্সেল এন্ড সাকসিড‘- শ্লোগানে অলি-মিঠু-টিপু প্যালেনের ২৪ দফা অঙ্গীকার এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বিসিএ-র সিনিয়র সহ সভাপতি অলি খান, সেক্রেটারী জেনারেল পদপ্রার্থী ও বিসিএর সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, চীফ ট্রেজারার পদপ্রার্থী ও বিসিএর সিনিয়র সহ সভাপতি টিপু রহমান, বিসিএ প্রেস এন্ড পাবলিকেশন পদপ্রার্থী ও বিসিএর মার্কেটিং সেক্রেটারী নাজ ইসলাম, বিসিএর ক্যাম্পেইন ম্যানেজার ও সাবেক সভাপতি কামাল ইয়াকুব। সিনিয়র সহ সভাপতি যথাক্রমে গোলাম রব্বানী, ফায়জুল হক, নাজাম উদ্দিন নজরুল।
জয়েন্ট চীফ ট্রেজারার আবজাল হোসেন, কালচারাল সেক্রেটারী নাসির উদ্দিন, ডেপুটি সেক্রেটারী জেনারেল মুজিবুর রহমান ঝুনু, বিসিএ ক্যামব্রিজ রিজিওনের সভাপতি আব্দুল হাই ও সেক্রেটারী খালেদ আহমদ, এসেক্স রিজওনের মেম্বারশীপ সেক্রেটারী আব্দুস সুবহান, বিসিএ লন্ডন রিজওনের কোষাধ্যক্ষ আক্তার হোসেন, বিসিএ মেম্বার পলি রহমান, জাকারিয়া চৌধুরী হাসান,ইব্রাহিম খন্দকার,ময়দুল হোসেন সাম হক, সৈয়দ এনামুল হক, মোসাহিদুর রহমান, নাদির মজুমদার, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব ও দোয়ারাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ গণি প্রমুখ।
বক্তাগণ আগামী ৫ মার্চ ২০২৩ অনুষ্ঠিতব্য বিসিএর নির্বাচনে অলি-মিঠু-টিপু প্যানেলকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার অনুরোধ জানিয়ে বলেন, ব্রিটেনের ভয়াবহ অর্থনৈতিক মন্দার সময়ে কারী শিল্প শতাব্দির সবচেয়ে কঠিন সময় পার করছে। এই সংকট সময় মোকাবেলা করে কারী শিল্পের সমস্যাগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে অব্যাহত লবিং ও দাবী বাস্তবায়নে দরকার অভিজ্ঞ লীডারশীপ নেতৃত্ব। সাংগঠনিক কাজে অভিজ্ঞ, মেধাবি এবং চ্যালেঞ্জিং সিদ্ধান্ত বাস্তবায়নে অলি-মিঠু-টিপু প্যানেলকে ভোট দিয়ে কারী ইন্ড্রাস্ট্রির জন্য কাজ করার সুযোগ করে দিতে বিসিএর মেম্বারদের প্রতি অনুরোধ জানানো হয়।
আমাদের লক্ষ্য কারী ইন্ড্রাস্ট্রির জন্য একটি শক্তিশালী ভয়েস তুলে ধরা- উল্লেখ করে অলি-মিঠু-টিপু প্যানেলের বক্তারা বলেন, বিসিএ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা নিয়ে বিশেষ করে বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রির জন্য কাজ করাই আমাদের অন্যতম প্রত্যয়।
প্রসঙ্গত ১৯৬০ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রির প্রতিনিধিত্বমূলক সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ কারী শিল্পের নানা সম্ভাবনা, সমস্যা ও দাবী দাওয়া চিহ্নিত করে তা বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ে লবিং ও মূলধারায় এই শিল্পের আলোকিত দিকগুলো তুলে ধরতে ধারাবাহিকভাবে কাজ করছে।-বিজ্ঞপ্তি