দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কার্যকরী কমিটির সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ১১:০১:৫৮ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ নভেম্বর সোমবার ইস্ট লন্ডনের মনসুন রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে ট্রাস্টের সভাপতি মোাহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাসিন উজ্জামান নুরুর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ। সভায় ট্রাস্টের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের কোষাধ্যক্ষ হাজি জাহির আলী, সহসাধারণ সম্পাদক কদর উদ্দিন, সহকোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস, মাহবুব আলী চুনু, হাজি খলিল উদ্দিন ও ফারুক আলী।