গেইটওয়ে ইষ্টবর্ন ক্যাটারার এসোসিয়েশনের বিসিএ নির্বাচনী সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২, ৯:০৭:৫৯ অপরাহ্ন
গেইটওয়ে ইষ্টবর্ন ক্যাটারার এসোসিয়েশনের আমন্ত্রণে রোববার ইষ্ট সাসেক্স এর ইষ্টবর্নের রায়পুর ইন্ডিয়ান কুজিন রেষ্টুরেন্টে, যুক্তরাজ্যস্থ সবচেয়ে বড় এবং প্রাচীনতম সংগঠন ১২০০০ রেষ্টুরেন্টের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ এর দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে বিপুল -হেলাল – সাইফুল পরিষদের ভিশন প্যানেল এক নির্বাচনী সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন গেইটওয়ে ইষ্টবর্ন ক্যাটারার এসোসিয়েশনের সভাপতি মোহামদ ইলিয়াছ হোসোইন এবং সভাটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ জি এ শামিম এবং বিসিএর এনইসি লিডার আতাউর রহমান লায়েক।
কাউন্সিলার মোহামদ হারুন মিয়ার পবিত্র কোরান তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে সভা শুরু হয়। ক্যাটারারদের বিভিন্ন লাভজনক সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য রাখেন- কাউন্সিলার মোহামদ হারুন মিয়া, জাহাদ জসিম, আকমদ আলী সোহেল, জহুর মিয়া, আনহার মিয়া, আমিরুল ইসলাম সাদিক, কাউন্সিলার মোস্তাক মিয়া, হারুন রশিদ, শিপার করিম, জামাল হোসেন, সবুর খান এম বি ই, আব্দুল আহাদ, জুবের লশকর, ফিরুজুল হক, সিদ্দিকুর রহমান জয়নাল, হুমায়ুন রশিদ এবং সুলেমান মিয়া সহ আরো অনেকে।
বক্তারা বলেন, ভিশন প্যানেলের নামটি বড় সুন্দর অর্থসমৃদ্ধ, তরুণ, ডায়নামিক এবং এ্যানার্জেটিক ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ভিশন প্যানেলের প্রতি আমাদের সকলের আস্থা আছে। ভিশন প্যানেলটি বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার জন্য উপস্থিত সকলে আশা ব্যক্ত করেন। এই প্যানেলের সাথে অপরদিকে প্রতিদ্বন্দিতা করছেন ওলী-মিঠু–টিপু ছাফরন প্যানেল।-বিজ্ঞপ্তি

