প্রিন্স হ্যারির প্রামাণ্যচিত্র: রাজপরিবারের প্রতি সমর্থন যুক্তরাজ্য সরকারের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৯:৪২:১৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে ছড়িয়ে পড়া বর্ণবাদ বিতর্ক ও নেটফ্লিক্সের একটি বিস্ফোরক প্রামাণ্যচিত্রের কারণে রাজপরিবার চাপের মুখে পড়ে। যুক্তরাজ্যের রাজপরিবারের সমর্থনে এগিয়ে এসেছে দেশটির সরকার।
সম্প্রতি দেশের বাইরে সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জানান, তিনি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানের অনুষ্ঠানটি দেখার আগে প্রথমে নেটফ্লিক্সের অপর জনপ্রিয় অনুষ্ঠান ‘স্ট্রেঞ্জার থিংস’ দেখে শেষ করবেন।
তিনি জোর দিয়ে বলেন, হ্যারির পিতা রাজা তৃতীয় চার্লস একটি বহু-সংস্কৃতির ব্রিটেনের সবচেয়ে বড় সমর্থক।
ক্লেভারলি স্কাই নিউজকে বলেন, আর আমি মনে করি, আমরা যে আধুনিক দেশ দেখি, সেটি দেশের প্রতি রাজপরিবারের মনোভাবের প্রতিফলন। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। কিন্তু আমি একই সঙ্গে মনে করি, সারা বিশ্ব যখন আমাদের দিকে তাকায়, তখন তারাও এরকমই দেখে।
তবে সম্প্রতি রাজপরিবারের বর্ণবাদ বিতর্কের কেন্দ্রে থাকা যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থা জানিয়েছে, তারা বড় আকারে ঘৃণার শিকার হয়েছে, যা খুবই বিষাক্ত প্রকৃতির। এ কারণে সংস্থাটি বাসাবাড়িতে নির্যাতিত কৃষ্ণাঙ্গদের সমর্থন দেওয়া আপাতত বন্ধ রেখেছে। অন্যদিকে হ্যারি ও মেগান তাদের নতুন নেটফ্লিক্স প্রামাণ্যচিত্রে রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদী পক্ষপাতের অভিযোগ এনেছেন। এই প্রামাণ্যচিত্র প্রকাশ পাওয়ার অল্পদিন আগে এরকম একটি ঘটনা ঘটায় রাজপরিবারের বিরুদ্ধে আক্রমণ পুনরুজ্জীবিত হয়েছে।




