হাজার কোটি টাকার ঋণখেলাপি হাসনাইন গ্রেপ্তার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ১২:২৭:৩৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপির দায়ে রুবাইয়া ভেজিটেবল অয়েল লিমিটেডের পরিচালক হাসনাইন হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার চট্টগ্রামের হালিশহর থানার ব্যারিস্টার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাসনাইন হারুন একই সঙ্গে এইচ আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার বিরুদ্ধে নগরের কোতোয়ালী, ডবলমুরিং ও পাহাড়তলী থানায় ২৪টি সিআর মামলা রয়েছে। এরমধ্যে ১৫টি মামলায় তার সাজা হয়েছে। তাকে সাজা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন হালিশহর থানার ওসি জহির উদ্দীন।
আদালত সূত্র জানায়, এইচ আর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এইচ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রুবাইয়া প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চিটাগাং ইস্পাত লিমিটেড ও আমানত স্টিল লিমিটেড। এসব প্রতিষ্ঠানে নামে প্রায় ২২টি ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। ঋণের পরিমাণ হাজার কোটি টাকার বেশি। সময়মতো ঋণ শোধ করতে না পারায় মামলা দায়ের করে ব্যাংকগুলোর কর্তৃপক্ষ। বিভিন্ন থানা দায়ের হওয়া মামলার সংখ্যা ২৪টি। এসব মামলার মধ্যে ১৫ মামলায় বিভিন্ন মেয়াদে তার সাজা হয়েছে।