তুষারঢাকা যুক্তরাজ্যে শত শত ফ্লাইট বাতিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২২, ৭:১৩:১৪ অপরাহ্ন
লন্ডন অফিস: তুষারপাত ও ঘন কুয়াশার কারণে যুক্তরাজ্যের বিমান বন্দরগুলোর শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। দেশটির যাত্রীদের বিমান ভ্রমণের আগে ফ্লাইট স্ট্যাটাস চেক করার আহ্বান জানানো হয়েছে।
রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত গ্যাটউইক বিমানবন্দরে প্রায় ৯০টি উড্ডয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার বাতিল হয়েছে আরো অন্তত ৩৭টি উড্ডয়ন। লুটন বিমানবন্দরে প্রায় দুই ডজন উড্ডয়ন বাতিল হয়েছে। এছাড়া হিথ্রো বিমানবন্দরে বাতিল হয়েছে অর্ধশতাধিক ফ্লাইট।
লন্ডন সিটি এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে, অনেক ফ্লাইট বাতিল হওয়ার কারণে এয়ারক্রাফটগুলো এলোমেলোভাবে থাকায় সোমবার সকালে বেশ বিপাকে পড়তে হয়।
গ্যাটউইক ও স্ট্যানস্টেড বিমানবন্দর রোববার তাদের রানওয়ে বন্ধ করে দেয়। এরপর কিছু বিমান উড়লেও অনেক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।
এদিকে, বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রেল লাইনও। বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলে। বেশ কিছু দুর্ঘটনার পর চালকদেরকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তাদেরকে পর্যাপ্ত জ্বালানি, খাবার, গরম কাপড় ও মোবাইলে চার্জ রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বেশিরভাগ অংশ এবং ওয়েলসের কিছু অংশে আবহাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

