আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে আজ থেকে নতুন ৩ বিচারপতি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২২, ১২:৪৯:৫০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতি আজ রোববার (১১ ডিসেম্বর) থেকে বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রোববারের আপিল বিভাগের কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে। তিন বিচারপতি হলেন, মো. আশফাকুল ইসলাম, মো. আবু জাফর সিদ্দিকী ও জাহাঙ্গীর হোসেন।
এতদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বিভাগে ছয় জন বিচারপতি ছিলেন। এর মধ্যে মুহাম্মাদ ইমান আলী ছুটিতে রয়েছেন। এতদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এর মধ্যে ৮ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
আপিল বিভাগের এক নম্বর কোর্টে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে দায়িত্ব পালন করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
আপিল বিভাগের দুই নম্বর কোর্টে বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।
আপিল বিভাগের তিন নম্বর কোর্টে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম।