ডিএমপি কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২, ১০:১১:২১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করতে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল ১০ ডিসেম্বর সমাবেশের ভেন্যু নিয়ে আলোচনা করতে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিএনপির প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে প্রবেশ করে।
১০ ডিসেম্বরের সমাবেশস্থলের বিষয়ে বিএনপি নেতারা ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে আলাপ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর সঙ্গে গ্রেপ্তার নেতাদের মুক্তির বিষয়েও আলাপ করবেন তারা।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।