বাহরাইনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২, ৪:৫৭:২২ অপরাহ্ন
আশফাক আহমেদ,বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি বিএনপির নেতাকর্মীর উপর হামলা, কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর. নৃশংসতা হত্যার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, হামলা মামলা গুম খুন করে বিএনপির আন্দোলন ঠেকানো যাবে না। বেগম জিয়াসহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।
সভায় আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশে দেশের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানানো হয়।
বুধবার দেশটির রাজধানী মানামার লিন্নাস মেডিকেল সেন্টারের হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্যে রাখেন নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদ্য সাবেক সভাপতি সাবের আহমেদ, মুজাহিদুল ইসলাম, খ ম আশরাফ উদ্দিন, রুহুল আমিন, আলা উদ্দিন আহমেদ, সালা উদ্দিন কবির, আব্দুল মোমিন, আব্দুল বাছিত, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, সাচ্চু ভূইয়া,শাহ মোঃ আরিফুল ইসলাম, কবির মাহমুদ ভূইয়া, শাহীন আল মামুন, দুলাল তালুকদার, রিয়াজ ইসলাম, আমান উল্লাহ আমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে মরহুম জিয়াউর রহমান ও আন্দোলনে মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফিরাত ও বেগম জিয়ার সুস্থতা ও দেশের শান্তি কামনায় দোয়া করা হয়।