নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তালা, পুলিশ পাহারা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২, ১:৪৮:২৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর আজ নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে।
সকালে নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেখা যায়নি। কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাফুলের দিকে যাওয়া এবং আসার রাস্তা বন্ধ রয়েছে। কাটা তারের বেড়া দেওয়া আছে। তবে এসব রাস্তায় পরিচয়পত্র দেখিয়ে হেঁটে চলাচল করতে পারছেন পথচারীরা।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টন এলাকার এ চিত্র দেখা গেছে।
বিএনপির কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন বলেন, গতকাল রাতে পুলিশি অভিযান শেষে কার্যালয়ের ফটকে তালা দেওয়া হয়েছে।
নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি গলির মুখে পুলিশ অবস্থান করেছে।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা বলছেন, শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে এই সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন তারা।
বুধবার নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ। তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে কার্যালয়ে যেতে দেওয়া হয়নি।