বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম নিউপোর্ট শাখায় আবু সুফিয়ান সংবর্ধিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৯:০৫:২১ অপরাহ্ন
বদরুল মনসুর: যুক্তরাজ্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম নিউপোর্ট শাখার উদ্যোগে নিউপোর্টের স্থানীয় এক রেষ্টুরেন্টে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান, আলহাজ্ব আবু সুফিয়ানের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান ও ডিনার পার্টি গত সোমবার সম্পন্ন হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম নিউপোর্ট শাখার সভাপতি শেখ আব্দুর রউফ তালুকদার এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এম সিতাব আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নিউপোর্ট আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউপোর্ট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হান্নান, সোয়ানসী আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান মকবুল ,বৃস্টল বাথ ওয়েস্ট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, কমিউনিটি সংগঠক মুহিবুর রহমান খসরু, সাবেক ছাত্রনেতা আলমগীর আলম, নিউপোর্ট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, যুক্তরাজ্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির, ওয়েলস যুবলীগের সহ সভাপতি রকিবুর রহমান, সোয়ানসী যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, নিউপোর্ট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, ওয়েলস ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন, হাবিবুর রহমান ও জাবেদ রহমান, সহ বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগ যুবলীগ ও প্রাক্তন ছাত্রনেতারা বক্তব্য রাখেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আনহার মিয়া।
এতে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ওয়েলস ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে এবং ওয়েলস আওয়ামী যুবলীগের ঐতিহাসিক প্রকাশনা ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ ম্যাগাজিন ও ইউনিটি অব মৌলভীবাজার এর ‘ঐক্যের বন্ধন’ ম্যাগাজিন প্রদান করা হয়েছে।