সিলেটে এএসআইয়ের মাথা ফাটালেন কনস্টেবল, দুজনই বরখাস্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ৮:০৯:২১ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটে নিজেদের মধ্যে হাতাহাতি পরে পুলিশের এএসআইকে শটগান দিয়ে আঘাত করে মাথা ফাটিয়েছেন এক পুলিশ সদস্য। এ ঘটনা আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) জানাজানি হলে এসএমপির উপ-কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমীন এক আদেশে দু’জনকে ৪ ডিসেম্বর সাময়িক বরখাস্তের কথা জানান। বরখাস্তকৃতরা হলেন, এএসআই মো. রুবেল মিয়া ও নায়েক প্রণজিৎ।
জানা যায়, শনিবার (৩ ডিসেম্বর) এএসআই রুবেল মিয়ার নেতৃত্বে পুলিশ লাইনসে স্ট্যান্ডবাই ডিউটি দেওয়া হয়। স্ট্যান্ডবাই পার্টি ফল-ইন করতে গিয়ে নায়েক প্রণজিৎকে পাওয়া যাচ্ছে না বলে এএসআই রুবেল মেজরকে জানান। তখন মেজর জানান, প্রণজিৎকে এলপি গেটের পাশে দেখেছেন। পরে ইনচার্জ রুবেল নায়েক প্রণজিৎকে ডেকে আনার জন্য পাঠান নায়েক শরীফ মিয়াকে।
প্রণজিৎ ফিরে রুবেল মিয়ার সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হন। তখন প্রণজিৎ তার নামে ইস্যু করা শটগান দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। পরে তাকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, পুলিশ লাইনসের ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে।



