সুনামগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ করলো ইস্টহ্যান্ডস
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ১০:৫২:৫২ অপরাহ্ন
ব্রিটিশ চ্যারিটি ইস্টহ্যান্ডসের উদ্যোগে সুনামগন্জের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ কেনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
ফেনারবাকের ফেরদৌসী আলী আমজাদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীদের মধ্যে এই নগদ অর্থ দেয়া হয়। নবম শ্রেণির শিক্ষার্থী শারমীন বেগম বলেন, এই অর্থ দিয়ে আমি খাতা, কলম ও জ্যামিতি বক্স কিনব।
স্কুলের প্রতিষ্ঠাতা শাহরিয়ার বিপ্লব বলেন, দরিদ্র শিক্ষার্থীদের অনেকেই এই সহায়তা দিয়ে তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনতে পারবেন।
ইস্টহ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, সুনামগঞ্জে যখন ভয়াবহ বন্যা হয় তখন আমরা জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করি। সেই সময়ের কিছু সহায়তা পরবর্তীতে আসায় সেটা আমরা শিক্ষার্থীদের কাজে লাগানোর জন্য দিয়েছি। বন্যায় অনেক শিক্ষার্থী তাদের বই খাতা হারিয়েছে। আমাদের এই ছোট সহায়তা তাদের শিক্ষা উপকরণ কিনতে কিছুটা সাহায্য করবে। – বিজ্ঞপ্তি