ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে’র বিশেষ সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ২:৪১:৫৫ অপরাহ্ন
লন্ডন অফিস: ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র এক বিশেষ সভা বৃহস্পতিবার ১ ডিসেম্বর জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এর সপ্তম তলা প্রজেক্ট এর প্রধান, চ্যানেল এস ইউকে’র চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি এতে সভাপতিত্বে করেন। সংগঠনের জয়েন্ট সেক্রেটারি মনসুর আহমদ খান সভাটি সঞ্চালনা করেন।
আহমেদ উস সামাদ চৌধুরী সভায় হাসপাতালের নির্মাণাধীন সপ্তম তলা কাজের অগ্রগতি সম্পর্কে সবাইকে অবহিত করেন। চলমান সপ্তম তলা কাজ সম্পন্ন করতে আরও কিছু অর্থের প্রয়োজন উল্লেখ করে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি জানান সপ্তম তলার প্রবেশদ্বারে সকল স্থায়ী দাতাতের নাম খোদাই করে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, যারা এখন পর্যন্ত প্রতিশ্রুতি অনুযায়ী অনুদানের অর্থ এখনো পরিশোধ করেননি এবং যদি নতুন কেউ অনুদান দিতে ইচ্ছুক হন তাদের সবাইকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে। উল্লেখিত তারিখের পরে নাম লিপিবদ্ধকরণ অসম্ভব হয়ে পড়বে।
সভায় উপস্থিত দাতাদের কাছ থেকে ৮ লাখ টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়।
সভায় সপ্তম তলা প্রজেক্টে এ পর্যন্ত প্রায় এক কোটি ৬৩ লাখ টাকা হস্তান্তর হয়েছে বলে জানানো হয় এবং আগামী জানুয়ারি মাসের শেষ নাগাদ বাকী কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি এস আই আজাদ আলী, ইউকের সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিছবাহ জামাল, ডা. আলাউদ্দিন আহমদ, এম শামসুদ্দিন, আলহাজ্ব মানিক মিয়া, গোলাম রুহি আহাদ, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অনুপম নিউজ টোয়েন্টিফোর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, আশিক চৌধুরী, মোহাম্মদ শামসুদ্দিন, কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, আল মামুনুর রশিদ, আখলাছুর রহমান আলী, শামীম আহমদ, এমডি মুকিত ও আলহাজ্ব মাহমুদুর রশিদ।
সভার শেষ পর্যায়ে অনুষ্ঠানের সভাপতি ও প্রজেক্ট বাস্তবায়ন কমিটির প্রধান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি সকল ডোনার মেম্বারদের সপ্তম তলা সফল করতে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সবার শেষ পর্বে হাসপাতালের সকল দাতাদের সহ মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল।