সিলেটের লালদীঘিরপাড় ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৮:২৮:৫৬ অপরাহ্ন
প্রধান নির্বাচন কমিশনার সিলেট সিটির ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: নজরুল ইসলাম মুনিম প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন।
বিশেষ প্রতিনিধি: সিলেটের ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র লালদীঘিরপাড় ব্যবসায়ী সমিতির প্রথম নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
রঙ-বেরঙগের পোস্টার, ব্যানার, ফেস্টুন আর লিফলেটে ছেয়ে গেছে এই বাণিজ্যকেন্দ্রের চারপাশ। আগামী ১৫ ডিসেম্বর ভোটের মাধ্যমে ব্যবাসায়ীগণ কার্যকরী কমিটির নেতা নির্বাচন করবেন। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। ট্রেডলাইসেন্সধারি ভোটারের সংখ্যা ৫১৩ । সিলেট সিটি কর্পোরেশন সংলগ্ন প্রাচীন ওই মার্কেটে দোকানঘরের সংখ্যা ২ হাজার।
বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার সিলেট সিটির ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: নজরুল ইসলাম মুনিম প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২১টি পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন আলহাজ বদরুল আলম মজনু ও মো: সামছুল আলম। সাধারণ সম্পাদক পদে মো: হাবিবুর রহমান ও মো: ফারুক আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল মালিক ও নাজমুল ইসলাম প্রতিদ্বন্দিতা করছেন।
সভাপতি পদপ্রার্থী বদরুল আলম মজনু জানান, সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র লালদীঘিরপাড় মার্কেট প্রতিদিন হাজারো মানুষের আনাগোনায় মুখর থাকে। দেশীবিদেশী বিখ্যাত কোম্পানিগুলোর পণ্য আমদানি রফতানিতে সরগরম লালদিঘীরপাড় মার্কেটে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে এই প্রথম ব্যবাসায়িগণ ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস নিয়েছেন। তিনি বলেন, লালদিঘীরপাড়ে আগে মাদকের আস্তানা ছিল। সিলেট সিটির পরিত্যক্ত দোকানঘরগুলো মাদকসহ সব
ধরণের অসামাজিক কার্যকলাপের আস্তানা ছিল। ব্যবসায়ি ও প্রশাসনের সহযোগিতায় তিনি সেইসব আস্তানা গুড়িয়ে দিয়েছেন। দেশের উত্তর পূর্বাঞ্চলের বৃহৎ এই বাণিজ্যকেন্দ্রের সার্বিক উন্নয়নে সকল পদক্ষেপ গ্রহণে তিনি অগ্রণী ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্যবসায়িক সমিতিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদের প্রার্থী এস আলম স্টোরের সত্ত্বাধিকারী আব্দুল মালিক
জানান, গত ২৫ বছর ধরে তিনি লালদিঘীরপাড়ে ব্যবসা করছেন। সম্মিলিত ব্যবসায়ীক ঐক্য পরিষদের অনুরোধে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। লালদীঘিরপাড় মার্কেট সিলেটের একটি অন্যতম বড় বাণিজ্যকেন্দ্র। দেশের বিভিন্ন জেলা ছাড়াও সিলেটের সবক’টি জেলা উপজেলার ব্যবসায়ীদের আনাগোনায় উপচেপড়া ভীড় নিত্যদিনের চিত্র। ফলে মোটা অংকের লেনদেন হচ্ছে এখানে। আব্দুল মালিক জানান, ঐতিহ্যবাহী এই মার্কেটে ড্রেনেজ ব্যবস্থা,
গণশৌচাগার, গাড়িপার্কিং, চলাচলের রাস্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর নাজুক অবস্থা রিরাজ করছে। নির্বাচিত হলে উল্লেখিত বিষয়সহ লালদীঘিরপাড় মার্কেটের সকল অন্যায়, অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের নিয়ে প্রতিহত করা হবে।