নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে-র সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৮:২৫:৫০ অপরাহ্ন
নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে-র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গত ২৮ নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট এর কার্যালয়ে।
সংগঠনটির সভাপতি তহুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আবদুল কাদির।
সভায় সংগঠনের চলমান দুটি প্রজেক্টে (ঢেউটিন বিতরন এবং নাজিরবাজার জামে মসজিদের মার্কেট নির্মাণ) যারা অর্থ সহায়তা করেছেন তাদের প্রতি অন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে দ্রুত এই দুটি কার্যক্রম সম্পন্ন করার জন্য বাকি সবাইকে এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য আহবান জানান নেতৃবৃন্দ।
সভায় নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান করা, পাকা ঘর নির্মাণ করে দেয়া, স্থায়ী শিক্ষা বৃত্তি প্রদান করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠন এর ভবিষ্যত কার্যক্রমে গতিশীলতা আনয়নে সদস্য সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, শাহ জয়নাল আবেদীন, নজরুল ইসলাম নজু, এম এ মান্নান, আলমাছ খান আজাদ, এম ইলিয়াছ আলী, শামীম আহমদ, কবি শেখ সামছুল ইসলাম, ফয়সল আহমদ, মুহিবুর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি