দোহায় মসজিদে প্রার্থনা করলেন ব্রাজিল কোচ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২, ১১:২৬:৫৭ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছে আর্জেন্টিনা ও জার্মানি। এ দুই ঘটনার পর আজ রাত বাংলাদেশ সময় ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক ব্রাজিল।
প্রকাশ, ব্রাজিল কোচ তিতে দোহার একটি মসজিদে গিয়ে দলের জন্য প্রার্থনা করেছেন।
খবরে বলা হয়েছে, দলের অনুশীলনের পর একটি মসজিদ পরিদর্শনে যান তিতে। এরপর সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে প্রার্থনা করেন ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দলের এই কোচ। ব্রাজিল দলের প্রশিক্ষণের স্থান গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামের ঠিক সামনেই ছিল মসজিদটি।
মসজিদে প্রার্থনা শেষে ব্রাজিল দলের বাসস্থান ওয়েস্টিন দোহা হোটেল অ্যান্ড স্পাতে ফিরে আসেন তিতে।