ফেঞ্চুগঞ্জ: বণিক সমিতির পরিচ্ছন্ন অভিযান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২, ২:০৩:৩৪ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: ফেঞ্চুগঞ্জে বাজার এলাকাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে গতকাল ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে শুরু হয়েছে পরিচ্ছন্ন অভিযান।
যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে সামাজিক সচেতনা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণমূলক এমন উদ্যোগে একাত্মতা প্রকাশ করেছে ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাব।
পশ্চিম বাজারের আছকির আলীর ঘাট থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। বণিক সমিতির সভাপতি হাজী নুরুল ইসলাম বাছিত আনুষ্ঠানিকভাবে অভিযানের উদ্বোধন করেন।
সাধারণ সম্পাদক মো. উবায়দুল্লাহ মাহমুদ জুয়েলের পরিচালনায় অভিযানে অংশগ্রহণ করেন সমিতির সহ-সভাপতি ইকবাল খান, সহ-সাধারণ সম্পদক গোলাম সারওয়ার খান, কোষাধ্যক্ষ শাহিন খান, প্রচার সম্পাদক কামাল আহমদসহ সমিতির কার্যকরী পরিষদ।
অভিযানে আরও ছিলেন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়জুল ইসলাম মানিক, বিশিষ্ট ব্যবসায়ী কৃপেশ পাল খোকা বাবু, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ- সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, সাংবাদিক সামি হায়দার, আর কে দাস চয়ন প্রমুখ।



