সৌদির বিপক্ষে মাঠে নামতেই যে রেকর্ড গড়বেন মেসি আজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২২, ১:২৬:২১ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই কাতারে সাতবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
তবে তিনি কি পারবেন বিশ্বকাপ জিতে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পাশে বসতে? সেই পথ এখনও বেশ দূর। তবে সৌদি আরবের বিপক্ষে আজ (মঙ্গলবার) প্রথম ম্যাচে মাঠে নামতেই ম্যারাডোনাকে পেছনে ফেলে নতুন এক রেকর্ড গড়া হয়ে যাবে মেসির এবং সেটা প্রথম আর্জেন্টাইন হিসেবে।
এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মতো বড় আসরে খেলছেন মেসি। তিনিই আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি পাঁচটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এর আগে ম্যারাডোনা আর হাভিয়ের মাচেরানো দেশের হয়ে ৪টি করে বিশ্বকাপ খেলেছেন।
৩৫ বছর বয়সী মেসির সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। গত বছর তিনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জিতিয়েছেন।