রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকে’র মতবিনিময় প্রকাশক বায়েজীদের সাথে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২২, ১১:৪০:৩৬ অপরাহ্ন
বৃটেনের প্রাচীনতম সাহিত্য সংগঠন রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার সিলেট থেকে আগত বিশিষ্ট লেখক, প্রকাশক ও পাণ্ডুলিপি প্রকাশনীর কর্ণধার বায়েজীদ মাহমুদ ফয়সলের সাথে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এক মতবিনিময় সভা সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামব্রিয়া কাউন্সিলের ভাইস চেয়ার (ডেপুটি স্পিকার) কাউন্সিলার আব্দুল হারিদ এবং বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ডা: মাহমুদুর রহমান মান্না ও হবিগন্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ।
সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন- খান জামাল নুরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুছ, লোকমান উদ্দিন, হাজী ফারুক মিয়া, আব্দুল মালিক কুটি, আলহাজ্ব নুর বক্স, ইন্জিনিয়ার আবুল হোসেন, অধ্যাপক আব্দুল হাই, কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, ব্যাংকার আব্দুল আহাদ, আব্দুল আজিজ খান, মোঃ আব্দুল করিম প্রমুখ। স্বরচিত কবিতা আবৃত্তি করেন, কবি শাহ এনায়েত করিম, কে এম আবুতাহের চৌধুরী, সৈয়দ রফিকুল হক ও সাজু মিয়া।
সভায় বক্তারা- বিশিষ্ট লেখক ও প্রকাশক বায়েজিদ মাহমুদ ফয়সলের সৃজনশীল লেখা ও প্রকাশনা জগতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ভূয়সী প্রশংসা করেন। বক্তারা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী লেখক ও সাহিত্যিকদের অপ্রকাশিত পাণ্ডুলিপি প্রকাশ করার জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সংবর্ধিত অতিথি প্রকাশক বায়েজিদ মাহমুদ ফয়সল এ অনুষ্ঠানের আয়োজন ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তাঁকে নিয়ে সভা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসী লেখকদের বই প্রকাশে সহযোগিতা করার আশ্বাস দেন।
পরে প্রীতিভোজ ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয় ।দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুছ।-বিজ্ঞপ্তি