লন্ডনে সমার্সটাউন মসজিদের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দারুল কেরাতের ১০ বৎসর পূর্তি অনুষ্ঠান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২২, ১১:৪৪:৩৫ অপরাহ্ন
এ রহমান অলি, লন্ডন: কেমডেন সমার্সটাউন মসজিদের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দারুল কেরাতের ১০ বৎসর পূর্তি অনুষ্ঠান গত ২০ নভেম্বর রোববার মসজিদ সংলগ্ন মারিয়া ফিডেলিস স্কুলের হলরুমে সম্পন্ন হয়। বিপুল সংখ্যক অভিভাবক ছাত্র ছাত্রী ও স্থানীয় মুসল্লিদের উপস্থিত ছিলেন এতে।
এ উপলক্ষে মসজিদের ২৬ বৎসরের কার্যক্রম ও দারুল কেরাতের দশ বৎসর পূর্তির উপর একটি সংকলন প্রকাশিত হয়। ছাত্র ছাত্রীদের সুললিত কন্ঠে কেরাত, নাশিদ, বক্তব্য ও এওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটিতে এক অভুতপূর্ব আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মসজিদ কমিটির চেয়ারম্যান আব্দুল হান্নান তরফদার এবং মসজিদের ইমাম ও খতিব শাহ আব্দুল ওয়াদুদ বখত মসজিদ প্রতিষ্ঠার পর থেকে মসজিদের বিভিন্ন কার্য্যক্রম এর উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং ম্যানেজমেন্ট কমিটি, ভলান্টিয়ার, দারুল কেরাত কমিটির অসামান্য অবদান উল্লেখ করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক শাহ আব্দুল মাজেদ বখত ও রাফি আহমদ।
এতে বক্তব্য রাখেন যথাক্রমে দারুল কেরাত যুক্তরাজ্য কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুর রহমান, ব্রিকলেন মসজিদের ইমাম ও খতিব মোহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মসজিদের দারুল কেরাত কমিটির চেয়ারম্যান মাহমুদ মিয়া, কেমডেন কাউন্সিলের সাবেক মেয়র এম এ কাদির, সাবেক মেয়র নুরুল ইসলাম পুতুল, ক্রোমার ষ্ট্রীট মসজিদের চেয়ারম্যান আব্দুল গফুর, শাহজালাল মসজিদের চেয়ারম্যান মবশ্বির উদ্দীন, কুইন্স ক্রিসেন্ট বায়তুল আমান মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ডাঃ মাহমুদূর রহমান, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, জয়নাল উদ্দীন।
মসজিদ কমিটির মধ্যে ছিলেন সেক্রেটারি শাহনেওয়াজ আহমদ, ট্রেজারার এম এ মালিক, মনিরুল হক ময়নুল, মোহাম্মদ ছালিক আহমদ খালিছ, মহিবুর রহমান শাহজাহান, আব্দুল মুতাকাব্বির হাবিব, মুহিবুর রহমান, রিপন খান। ভলান্টিয়ার ও দারুল কেরাত কমিটির মধ্যে ছিলেন এসিস্টেন্ট নাজিম জালাল আহমদ, আতাউর রহমান, হাজি বাবু মিয়া, আমির খান, হারুনুর রশিদ, মসকু আহমদ, মিজানুর রহমান, হিরু কোরেশী, মধু মিয়া, সাজু কোরেশী, আলী মিয়া, মাহবুব আলম, এ রহমান অলি, ইমাম মঞ্জুর আহমদ, শেখ মোস্তফা কামাল, মৌলানা শামিম আহমদ, আব্দুল আহাদ, সামিম উদ্দীন, আব্দুস শহিদ মহসিন, শিহাব আহমদ, সাইদ আহমদ, জুনেদ খান প্রমুখ। পরিশেষে সু-স্বাদু খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।