সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২২, ৯:৩৯:৩৯ অপরাহ্ন
সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় আহত দুই বন্ধু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৷
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল অনুমান ৯টায় সিলেট তামাবিল মহাসড়কের শ্রীপুর বিজিবি ক্যাম্পের সম্মুখে গাড়ী অভারটেকিংয়ের সময় দুটি মোটর সাইকেলের মধ্যে মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এই ঘটনায় গুরুত্বর আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে মারা যান ৷
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারীরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল জাফলং বস্তির বাসিন্ধা আব্দুল আহদের ছেলে সাকরান হাসান (১৬) এবং আকবর হোসেনের ছেলে শাহিন আহমদ (১৫) তারা উভয় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ৷ মুত্যুর বিষয়টি নিহতদের পরিবারের সদস্যরা নিশ্চিত করেন ৷ তাদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে ৷