বাহরাইনে প্রবাসীদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২২, ৬:৩৮:২৫ অপরাহ্ন
আশফাক আহমেদ, বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সাথে মতবিনিময় সভা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে হয় এই মতবিনিময় সভা।
বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা ক্রাউন্স প্লাজা অডিটরিয়ামে স্থানীয় সময় রাত ৮ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাশফি বিনতি শামস।
মতবিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এ সময় প্রবাসীরা মন্ত্রীর কাছে ভিসা সংক্রান্ত জটিলতা, দেশের এয়ারপোর্টে হয়রানি বন্ধ, পাসপোর্টের বয়স সংশোধনে জটিলতা নিরসন, ব্যাংক সংক্রান্ত বিভিন্ন দাবি উত্থাপন করেন।
তিনি বলেন, পাসপোর্টের বয়স সংশোধনের বিষয়ে এনআইডির সঙ্গে মিল রেখে সংশোধন করা হবে। এয়ারপোর্টের জটিলতা সমাধানের আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী এবং বাহরাইনে যেসব বাংলাদেশি অবৈধ অভিবাসী হিসেবে রয়েছেন তাদেরকে বৈধ হওয়ার আহবান জানান।
তিনি আরও বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক নানা খবর প্রচারিত হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, ভবিষ্যতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না।
এতে আরও উপস্থিত ছিলেন, দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন সহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সাংবাদিক, বাহরাইনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সামাজিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।