কিয়েভ গেলেন ঋষি সুনাক(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২২, ১২:৪৬:৫৭ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক শনিবার। তিনি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। খবর সিএনএনের।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করতে এবং যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন নিশ্চিত করতে কিয়েভে তার প্রথম সফরে শুক্রবার ইউক্রেনে রয়েছেন।
জেলেনস্কি তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিয়েভে সুনাককে রিসিভ করার একটি ভিডিও পোস্ট করেছেন।
জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেন এবং যুক্তরাজ্য সবচেয়ে শক্তিশালী মিত্র ছিল। আজকের বৈঠকে আমরা আমাদের দেশের জন্য এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।
তিনি আরও বলেন, আমি আশা করি আমরা একসঙ্গে শক্তিশালী এবং কাঙ্ক্ষিত ফল অর্জন করব।
এক টুইট বার্তায় সুনাক বলেন, আমরা সব সময় ইউক্রেনের সঙ্গে আছি।
Britain knows what it means to fight for freedom.
We are with you all the way @ZelenskyyUa 🇺🇦🇬🇧
Британія знає, що означає боротися за свободу.
Ми з вами до кінця @ZelenskyyUa 🇺🇦🇬🇧 pic.twitter.com/HsL8s4Ibqa
— Rishi Sunak (@RishiSunak) November 19, 2022