দেবাংশু দাস মিঠুর সাথে লন্ডনে সাবেক ছাত্রলীগ নেতাদের মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২২, ৫:১৬:২৪ অপরাহ্ন
সংবর্ধিত অতিথি দেবাংশু দাস মিঠু।
যুক্তরাজ্য সফররত সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক দেবাংশু দাস মিঠুর সাথে এক মতবিনিময় সভা ১৩ নভেম্বর, রবিবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের মক্কা গ্রীল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্র নেতা বাবুল খান এর সভাপতিত্বে এবং যুবনেতা জুবায়ের আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তারিফ আহমদ।
বক্তব্য রাখছেন মোহাম্মদ তারিফ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক শাকুর ওয়াদুদ, মইনুল হক, সফিক আহমদ, জামান সৈয়দ নাসের, আমিনুল হক জিলু, সামসুল হক চৌধুরী, এম ইকবাল হোসেন, আঙ্গুর আলী, সৈয়দ তারেক, সৈয়দ বেলাল, কামরুল ইসলাম, মোহাম্মদ গিয়াস, জাবেদুর রহমান চৌধরী, আজিজুর রহমান লায়েক, আসাদ উদ্দিন, সাইদুর রহমান, জাহেদ খান, সুয়েজ মিয়া, কামাল হোসেন, তাজুল ইসলাম, মহিউদ্দিন জগনু, জয়নাল আবেদিন, জলিল চৌধরী, কবি শেখ সামছুল ইসলাম, ইসতিয়াক আহমদ তাহিন, হাকিম কামালী, আবু বক্কর খান, এমরান খান, আনোয়ার খান প্রমুখ৷
সভায় বক্তারা দেবাংশু দাস মিঠুর রাজনৈতিক জীবনে উত্তরোত্তর সফলতা কামনা করেন ।
সংবর্ধিত অতিথি দেবাংশু দাস মিঠু বলেন, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি চির কৃতজ্ঞ। আপনাদের যে কোন প্রয়োজনে আমি সব সময় আপনাদের পাশে থাকব।