দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২২, ৪:২১:১৮ অপরাহ্ন
বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক সাধারণ সভা ৭ নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের মনসুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টিবৃন্দ অংশনেন।
ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টি নুরুল আহমেদ।
সভার প্রথম পর্যায়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদের সম্পাদনায় বিগত দিনের কার্যক্রম ও ট্রাস্টিবৃন্দের ছবি সম্বলিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করে বিগত দিনের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ এবং সংগঠনের আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার কদর উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সহকারী সাধারণ সম্পাদক হাসিন উজ জামান নুরু, সহ ট্রেজারার হাজী জাহির আলী, সাংগঠনিক সম্পাদক দৌলত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, কার্যকরী কমিটির সদস্য হাজী খলিল উদ্দিন, হানিফ আহমদ খান, শেখ মবশ্বির আলী, জিয়াউল হক জিয়া, ট্রাস্টি তৈয়বুর রহমান, মাহবুব আলী চুনু, হাজী নেছার আহমদ, ফারুক আলী, মসলন্দর আলী, মনির খান, মফজ্জুল আলী (আমীর আলী)।
তালুকদার আজাদ ইসলাম, তালুকদার ফাহাদ ইসলাম, বেলাল আহমদ, কাওছার আহমদ, শেখ মজম্মিল আলী, জুবের আহমদ, আশিক মিয়া, আবুল হোসেন মামুন, নুরুল আহমদ, আব্দুল আওয়াল চৌধুরী, মোঃ নেছার মিয়া, কামরুজ্জামান কামরুল, আব্দুস সুবহান পায়েল, মোতাহির আলী, আব্দুল মুমিন বাবুল, মঈন উদ্দিন মিসবাহ, স্বপন শিকদার, শাহ সহিদ নূর ইসলাম, পিয়ার আলী প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক ও ট্রেজারের আর্থিক রিপোর্ট অনুমোদন দিয়ে বর্তমান কমিটি বিলুপ্ত করে মোহাম্মদ মোহাব্বত শেখকে সভাপতি, হাসিনুজ্জামান নুরুকে সাধারণ সম্পাদক ও হাজি মোঃজাহির আলীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন করেন উপস্থিত ট্রাস্টিবৃন্দ।
অনুমোদিত কমিটির নতুন সদস্যরা হলে সহ সভাপতি হাজি মনির খান, সহকারী সাধারণ সম্পাদক কদর উদ্দিন, সহকারী ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যনির্বাহী সদস্য শামসুদ্দিন তালুকদার শামস, হাজী খলিল উদ্দিন, মাহবুব আলী চুনু, দৌলত হোসেন, হানিফ আহমদ খান, ফারুক আলী ও আবুল হোসেন মামুন।
সভায় উপস্থিত শাহ সহিদ নূর ইসলাম ও মোঃ পিয়ার আলীর ট্রাস্টিশিপ আবেদন গ্রহণ করা হয় এবং সর্বশেষে সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ এর মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।