শীতলক্ষ্যায় মিলল বুয়েট ছাত্রের লাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২২, ১২:০৫:৫১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার তিন দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
ফারদিন নূর পরশ (২৪) তার নাম। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আজ সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইলের লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদীর বনানী ঘাটসংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
ফারদিন নূর পরশ নারায়ণগঞ্জ সদর থানার কুতুবপুর দেউলপাড়ার নয়ামাটি এলাকার কাজি নুরুদ্দীন রানার ছেলে। তার পরিবার ঢাকার ডেমরার কোনাপাড়ার শান্তিবাগ এলাকায় বসবাস করে।
লাশ উদ্ধারের বিষয়টি নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।
নৌ-পুলিশ জানায়, স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের পরিচয় শনাক্ত হয়েছে। ফারদিন নূর পরশ গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা কাজী নুরুদ্দিন ঢাকার রামপুরা থানায় একটি জিডি করেছিলেন।
নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওই ছাত্রের স্বজনরাও কিছুই বলতে পারছেন না। বিষয়টি আমরা তদন্ত করছি।