বিশাল ফ্যাক্টরি থেকে বিশাল পলায়ন: ‘৪ গুণ বোনাস চাই না, বাঁচতে চাই’(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২২, ৬:৫০:০৪ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: পৃথিবীর বহু দেশ প্রায় কোভিড-মুক্ত হলেও চীন, যেখান থেকে এই মহামারি ছড়িয়ে পড়েছিল বিশ্বে ২০২০ সাল থেকে, সেই চীনের কোথাও-না-কোথাও কড়া লকডাউন দিতে হচ্ছে।
কিছুতেই করোনা ভাইরাসকে বাগে আনতে পারছে না চীন। তাই দেশের বিভিন্ন প্রান্তেই জারি করতে হচ্ছে লকডাউন।
এই অবস্থায় সেদেশের ঝেংঝউ প্রদেশ, যেখানে বিশ্বের বৃহত্তম আইফোনের কারখানা রয়েছে, সেখান থেকে শ শ কর্মীদের রীতিমতো উঁচু বেড়া ডিঙিয়ে পালাতে দেখা যাচ্ছে। ভাইরাল হয়ে গিয়েছে সেই মুহূর্ত। করোনা ‘আতঙ্ক’ যে কীভাবে গ্রাস করছে চিনের মানুষকে তাই যেন ফুটে উঠছে ওই ভিডিওতে। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন তারা পালাচ্ছে যে যখন সুযোগ পাচ্ছে। লকডাউনের কারণে যানবাহন বন্ধ। তবু ১০০ কিলোমিটার দূরের বাড়ির দিকে যাচ্ছে দৌড়ে দৌড়ে।
খবরে প্রকাশ কর্মীদের ধরে রাখতে তাদের উপরে কোনও জোর করছে না তাইওয়ানিজ কোম্পানি ফক্সকন। কিন্তু তাদের আটকাতে দেওয়া হচ্ছে ‘টোপ’। বোনাস চারগুণ বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা। সেই সঙ্গে বলা হয়েছে ১৫ নভেম্বর পর্যন্ত কাজ করলেই মিলবে অতিরিক্ত বোনাস। কিন্তু তাতেও কাজ হচ্ছে না।
কর্মীদের অভিযোগ- সেখানে সুরক্ষা ব্যবস্থা যথাযথ নয়। তাই বাঁচার জন্যে পালাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আইফোন ফ্যাক্টরি থেকে। এ ফ্যাক্টরিতে তৈরি হয় এ্যাপলের আইফোন। এ্যাপলের সাথে চুক্তির ভিত্তিতে ফক্সফোন আইফোন তৈরি করে আসছে।
https://youtu.be/hjDXYEFqBc8