যুক্তরাজ্য: সকলের সমস্যার সমাধান করতে পারবে না সরকার: ঋষি সুনাক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২২, ৭:৩৫:১৪ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ জনগণের জীবনযাপন ব্যয় মুদ্রাস্ফীতির প্রভাবে তরতর করে বাড়ছে। ইউক্রেন যুদ্ধের ফলে এই সঙ্কট হয়েছে আরও ঘনীভূত। তাই ব্রিটিশ নাগরিকরা এর সুরাহাকল্পে সরকারের দিকে তাকিয়ে আছে।
তবে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বললেন, ‘জনগণের এটা প্রত্যাশা করা ঠিক হবে না যে সরকার তাদের সকলের সমস্যার সমাধান করে দেবে।’
ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ঋষি সুনাক জানান, কোনো সরকারই সব সমস্যার সমাধান করতে পারে না। জীবন এত সহজ নয়।
সুনাকের মতে, ‘বন্ধকী বিল নিয়ে মানুষের যে উদ্বেগ তৈরি হয়েছে, তা আমি পুরোপুরি স্বীকার করছি। এটি মানুষের সবচেয়ে বড় খরচগুলোর মধ্যে একটি।
তাই এই সমস্যা নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধিকে সীমিত করার জন্য যা করা যায়, তা করছি। ’
ঋষি বলেন, ‘মার্গারেট থ্যাচার (সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী) ঠিকই বলেছেন, মূল্যস্ফীতি হলো এক নম্বর শত্রু। যাদের আয় সবচেয়ে কম তাদের ওপর মূল্যস্ফীতি সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আমি এর লাগাম টেনে ধরতে চাই।’