গুলিবিদ্ধ ইমরান খান হসপিটাল থেকে বললেন…
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২২, ১০:৪০:২০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত একটি লং মার্চে বৃহস্পতিবার গুলিবিদ্ধ হন। বর্তমান লাহোরের শওকত খানম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর পিটিআই নেতাকর্মীরা শুক্রবার দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে।
গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বক্তব্য দেন ইমরান খান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘হত্যার ষড়যন্ত্রের বিষয়ে তিনি অবগত ছিলেন।’
ইমরান খান বলেন, ‘আক্রমণকারী সম্পর্কে আমি বিস্তারিত বলব। আগের দিন (বুধবার) আমি হামলা হবে জেনেছিলাম। আমি জানতাম ওয়াজিরাবাদ অথবা ওজরাটে তারা আমাকে হত্যার পরিকল্পনা করেছে।’ বক্তব্যে ইমরান খান পাকিস্তানের গত ৬ মাসের ঘটনা প্রবাহ উল্লেখ করেন।
ইমরান খান বলেন, মিলিটারি পাওয়ার দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখা যায় না। রাজনৈতিক শক্তি দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হয়। ১৯৭১ সালে বাংলাদেশের উপর জুলুম করা হয়েছিল। তাদের অধিকার দেয়া হয়নি। নির্বাচনে তারা জিতেছিল। তাদেরকে ক্ষমতা দেয়া হয়নি। পরে তারা আলাদা হয়ে গেল। মিলিটারি এ্যাকশন দিয়ে ধরে রাখা যায়নি ইস্ট পাকিস্তান।
বললেন, এখন পিটিআই সংখ্যাগরিষ্ট মানুষের দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল পাকিস্তানে, এই দল এবং দলের চেয়ারম্যান জুলুমের শিকার।
গুলিবিদ্ধ ইমরান খান হাসপাতাল থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ‘আমরাও মানুষ, আমাদেরকে পশু ভাববেন না।’
তিনি আরও বলেন, পুরো দেশটাই চুরি হয়ে গেছে, এবার সামনে দুইটা পথ খোলা আছে একটা শান্তির আর অন্যটা রক্তক্ষয়ী বিপ্লবের।
ইমরানের মতে, ‘এখানে কোনো তৃতীয় রাস্তা নেই। আমি দেখেছি জাতি জেগে উঠেছে। এই জাগ্রতরাই তাদের জিনিস (ক্ষমতা) ফেরত আনবে।’
হুঁশিয়ারী দিয়ে তিনি বলেন, ‘এবার আপনারা সিদ্ধান্ত নেন শান্তির পথে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ব্যালট বক্সে পরিবর্তন আনবেন নাকি সংঘাতে জড়াবেন?’
এই ভাষণে ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছে, দেশ রক্ষা করার উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন।
তিনি বলেন, ‘যদি আপনি কুলাঙ্গারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তবে এই জাতি আবারও ভাঙতে শুরু করবে।’




